আপনি শ্রমিক না শিল্পী? Choice is yours


জীবনধারণের জন‍্য বিভিন্ন কাজ আমরা করি। সেই কাজ নানা রকম হতে পারে। সেটা বড় কথা নয়। কে কীভাবে কাজটা করছে সেটাই বড়। আপনি আনন্দ করে একটা কাজ করতে পারেন, তখন সেটা শিল্প হয়ে উঠবে। আর যদি শুধু জীবনধারণের জন্য কাজ করেন, তাহলে চিনির বলদের মতো শুধু খেটে যাওয়াই হবে। এজন্য কেউ কারিগর, কেউ মজুর। আমাদের পাড়ায় দুটো রুটির দোকান আছে। একটায় রুটি বানায় দায়সারা, এবড়োখেবড়ো, গোল তো কোনদিন হয় না। আরেকটা দোকানে সুন্দর বানায়। এ অতি তুচ্ছ ভাবছেন? আমি মনে করি না। এই সব ছোট ছোট বিষয়ে চেতনা থাকলেই শিল্পী হয়ে ওঠা যায়, সে রুটি হোক বা চা হোক। নিত্তনৈমিত্তিক জীবন আরও সুন্দর হয়ে উঠবে যদি শিল্পীর মতো ভাবতে পারেন। চেষ্টা করে দেখুন। 
Reactions

Post a Comment

0 Comments